100 Years of Mujib

FAQ (Janala)

FAQ (Janala)
Print Friendly, PDF & Email

প্রয়োজনীয় প্রশ্ন ও উত্তর

১. বাংলাদেশ কৃষি ব্যাংক হতে কাহারা ঋণ সুবিধা গ্রহণ করতে পারেন
উত্তরঃ প্রাপ্ত বয়স্ক বাংলাদেশী যে কোন নাগরিক বাংলাদেশ কৃষি ব্যাংক হতে ঋণ সুবিধা গ্রহণ করতে পারেন ।

২. বাংলাদেশ কৃষি ব্যাংক লোন অ্যাপস্ হতে কী কী সেবা প্রদানের বিষয়ে জানা যায়?
উত্তরঃ বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে যে সকল ঋণ প্রদান করা হয়ে থাকে যেমন- লোন পাওয়ার নূন্যতম যোগ্যতা, লোনের প্রকারভেদ, লোনের পরিমাণ, প্রয়োজনীয় দলিলপত্রের তালিকা, ঋণ সীমা, ঋণ পরিশোধের সময়সূচি ইত্যাদি এই এ্যাপস্ হতে পাওয়া যাবে।

৩. কৃষি ব্যাংক লোন অ্যাপস্ টি ডাউনলোড করতে কোন মূল্য পরিশোধ করতে হয় কিনা/ অ্যাপস্ টি কোথায় পাওয়া যাবে?
উত্তরঃ কৃষি ব্যাংক লোন অ্যাপস্ টি সম্পূর্ণ ফ্রি এবং গুগল প্লেস্টোর থেকে বিনামূল্যে পাওয়া যাবে।

৪. কীভাবে আমি বুঝতে পারব যে কৃষি ব্যাংক লোন অ্যাপস্ টি নিরাপদ?
উত্তরঃ বাংলাদেশ কৃষি ব্যাংক আইসিটি সংশ্লিষ্ট অত্যাধুনিক সিকিউরিটি প্রযুক্তি ব্যবহার করে থাকে। তাই আপনার ডিভাইসটি এই অ্যাপস্ হতে কোন ধরনের ভাইরাস/স্প্যামওয়্যার ইত্যাদি দ্বারা ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভবনা নাই।

৫. যদি আমার ডিভাইসে সিকিউরিটি সমস্যা তৈরী হয়; তখন কি ব্যবস্থা গ্রহণ করব
উত্তরঃ এক্ষেত্রে আপনি জরুরী ভিত্তিতে বিকেবি’র নিকট বিষয়টি জানাবেন। আমাদের টেলিফোন নম্বর- +৮৮ ০২ ৯৫৫১১৬৮ অথবা ই-মেইলঃ ফমসরঃপড়ঢ়@শৎরংযরনধহশ.ড়ৎম.নফ ঠিকানায় যোগাযোগ করতে হবে।

৬. বাংলাদেশ কৃষি ব্যাংক আমানত হিসাব খোলে কী না ? হিসাব খুলে থাকলে কী কী ধরনের আমানত হিসাব খুলে থাকে?
উত্তরঃ বাংলাদেশ কৃষি ব্যাংক, সকল ধরনের আমানত হিসাব খোলে থাকে যেমন- সঞ্চয়ী, চলতি, এসএসডি এবং সঞ্চয়ী স্কীম হিসাব ইত্যাদি। এছাড়াও সরকার কর্তৃক সময় সময় ঘোষিত বিভিন্ন আমানত হিসাব সমূহ খুলে থাকে।

৭. বাংলাদেশ কৃষি ব্যাংক বৈদেশিক বাণিজ ব্যবসা করে কী না?
উত্তরঃ বাংলাদেশ কৃষি ব্যাংকের এডি শাখা সমূহ বৈদেশিক বাণিজ্য ব্যবসা করে থাকে যেমন- এলসি, এলআইএম ইত্যাদি।

৮. বাংলাদেশ কৃষি ব্যাংক বাণিজ্যিক ঋণ প্রদান করে কী না? করে থাকলে কী ধরনের ঋণ প্রদান করে থাকে?
উত্তরঃ বাংলাদেশ কৃষি ব্যাংক বাণিজ্যিক ঋণ প্রদান করে থাকে; যেমন- সিসি, প্রজেক্ট, এসএমই, ওর্য়াকিং ক্যাপিটাল ইত্যাদি খাতে।

Print Friendly, PDF & Email
3d bkb logo
Bangladesh Krishi Bank
Bangladesh Krishi Bank (BKB) is a 100% government owned specialized Bank in Bangladesh.